গাজীপুরের কালিয়াকৈরের বড়ইছুটি এলাকায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল মীম আক্তার নামের এক শিক্ষার্থী। সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হস্তক্ষেপে ওই শিক্ষার্থী বাল্য বিয়ে থেকে রক্ষা পায়। মীম আক্তার উপজেলার গোসাত্রা ডা. জলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার বড়ইছুটি এলাকার বাবু সিকদারের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে মীম আক্তারে সাথে গাজীপুর সদর উপজেলার নীলনগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে আনোয়ার পারভেজের বিয়ের আয়োজন করা হয়।
বিয়ের সব প্রস্তুতি শেষ হওয়ার আগেই গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার এলাকার কয়েকজনকে নিয়ে কনের বাড়িতে হাজির হন। পরে কনের ১৮ বছর পূর্ণ হওয়ার প্রমাণ দেখাতে না পারায় বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।
কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে কনের বাবা বাবু সিকদার মুচলেকা প্রদান করেন। কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার মীমের বাল্য বিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।