গাজীপুরের কালিয়াকের উপজেলার মৌচাক দোকানপাড় এলাকায় গত সোমবার রাতে ১০ টার দিকে কারখানা থেকে ছুটি শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জহির উদ্দিন(৩৫) নামের এক শ্রমিক আহত হয়েছেন ।
এ ঘটনায় মঙ্গলবার(২১ জানুয়ারি) দুপুরে নিরাপত্তার দাবিতে মৌচাক দোকানপাড় এলাকার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় লির্বাস কারখানার শ্রমিকরা ।
এতে মহাসড়কের দুই পাশেই ৫ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যাজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরে দুরপাল্লার যাত্রীসহ সাধারন পথচারীরা ।ছিনতাইকারীদের কবলে পড়ে আহত ওই ব্যক্তি লির্বাস ট্রেক্সটাইল কারখানার শ্রমিক ।
এসময় মৌচাক,নিশ্চিন্তপুর,দোকানপাড় এলাকার আসে পাশের ১০ কারখানা ছুটি ঘোষনা করেন অন্যন্য কারখানার কতৃপক্ষরা ।পরে বিকাল পাচঁটার দিকে শিল্প পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশের হস্তক্ষেপে সড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।
কারখানার শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায় উপজেলার মৌচাক এলাকার লিবাস টেক্সটাইল কারখানা -২ এর জহির নামের শ্রমিক সোমবার রাতে দশটার দিকে কারখানা ছুটি শেষে বাড়ি ফেরার পথে মৌচাক বাসস্ট্যান্ড এলাকার লৌহাকৈর রোডের মাথায় কয়েকজন ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাকে ছুরিকাঘাত করে আহত করে টাকা পয়সা লুট করে ঘটনাস্থলে থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা ।
পরে ওই শ্রমিক আহত অবস্থায় দৌড়ে কারখানার গেটে গিয়ে বাচাঁর আকুতি জানালেও কারখানার নিরাপত্তাকর্মীরা কোনো সহযোগীতা করেনি ।পরে স্থানীয় অটোরিকসার চালকরা ওই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ।
মঙ্গলবার সকালে র্কমস্থলে যোগ দিতে এসে ছিনতাইয়ের ঘটনাটি যানাজানি হলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় ।পরে দুপুর তিনটার দিকে কর্মবিরতি রেখে কারখানা থেকে বের হয়ে আসে অন্যন্য শ্রমিকরা ।এসময় আসে পাশের কয়েকটি কারখানার গেইটে গিয়ে তাদের সাথে বিক্ষোভে যোগ দিকে শ্রমিকদের আহবান জানিয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ।
এসময় সড়কের দুই পাশেই র্দীঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরে যাত্রীরা ।পরে বিকাল পাচটার দিকে পুলিশ শ্রমিকদের বুজিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলে ৩ঘন্টা পর যানচলাচল স্বাবাবিক হয় ।
লিবাস কারখানার শ্রমিক দুলাল হোসেন জাহানারা বেগম ও মিন্টু মিয়া জানান আমরা কাজ থেকে গভীর রাতে ছুটি শেষে দলবদ্ধ হয়ে ফেরার চেষ্টা করি ।কোন কারনে একা একাও ফিরতে হয় ।প্রায় বেতনের টাকা ছিনতা যের ঘটনা ঘটে ।পুলিশকে বিষয়টি জানালেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেন না ।গত কয়েক মাস ধরে ছিনতাই হামলার ঘটনা বেপক বেড়েছে ।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান শ্রমিকদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা হলে তারা বিকাল ৫ টার দিকে অবরোধ তুলে নিলে যানচলাচল স্বাবাবিক হয় ।আর যে পয়েন্ট গুলোতে ছিনতাই হয় সেখানে রাতে পুলিশ টহল বাড়ানো হবে ।