গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকার উড়াল সেতুর নিচে রোববার ভোরে ছিনতাই কালে এক ছিনতাইকে গ্রেফতার করেছে নাওজোর হাইওয়ে পুলিশ ।
এসময় সাথে থাকা আরো দুই ছিনতাইকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।এসময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল,এন্ডোয়েট ফোন ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ ।
গ্রেফতারকৃত ছিনতাইকারী হলেন শেরপুর জেলার সদর উপজেলার আল আমিন মিয়ার ছেলে মো:রবিন(৩০) ।সে উপজেলার টান কালিয়াকৈর মাদ্রাসাপাড়া এলাকার উজ্জল হোসেনের বাড়ির ভাড়াটিয়া। এসময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি লাল রংএর (টাঙ্গাইল-ল-১৩-৫২৮২) টিভিএস মোটরসাইকেল ও দুটি ছুড়ি জদ্ধ করে পুলিশ ।
পুলিশ সূত্র জানায় রোববার ভোরে সাড়ে চারদিকে র্মিজাপুর থেকে মোটরসাইকেলে করে সাভার কাজে যাচ্ছিলেন সাধন সূত্রধর ।এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান উড়াল সেতুর নিচে পৌছালে সামনে থেকে লাল রংএর মোটারসাইকেলে করে তার গতিরোধ করে তিন ছিনতাইকারী ।
পরে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল ও সামসং এন্ডোয়েট ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় নাওজোর হাইওয়ের টহল পুলিশ তিন ছিনতাইকারীকে ধাওয়া করে একজনকে গ্রেফতার করলেও অপর দুই ছিনতাইকারী পালিয়ে যায় ।এসময় ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ ।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি রইজউদ্দিন জানান এক ছিনতাইকারীকে গ্রেফতার করে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে ।এ ঘটনায় মামলা রজু হয়েছে ।