গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর চেয়ারম্যান বাড়ী এলাকায় মঙ্গলবার বিকালে ব্যাটারী চালিত অটোরিকসা ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংর্ঘষে অটোরিকসা চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন রিপন মিয়া(৩৩) নামের আরেক যাত্রী ।
নিহতরা হলেন উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে করিম মিয়া(৪২),সুত্রাপুর নয়ানগর গ্রামের গোপাল চন্দ্র রায়ের ছেলে অয়ন রায়(৩৫),টান সূত্রাপুর গ্রামের মৃত বাসুদেব দাসের ছেলে সুদিপ দাস(৩৭) ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায় মঙ্গলবার বিকাল সাড়ে চারটার দিকে কালিয়াকৈর বাজার থেকে ইট ভর্তি(ঢাকা মেট্রো-ট ১৫-২০২৯) একটি ট্রাক মাওনার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি বাজায় এলাকায় পৌছালে কালিয়াকৈর গামী যাত্রী ভর্তি ব্যাটারী চালিত অটোরিকসার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই রিকসার চালক করিম মিয়া নিহত হয় ।
পরে আহত অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে অয়ন রায় ও সুদিপ রায়ের মৃত্যু হয় ।খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাক ও অটোরিকসা জব্দ করে ।তবে ট্রাকের চালক পলাতক রয়েছেন ।
কালিয়াকৈর থানার এস আই জাহিদ হাসান জানান ঘটনাস্থলে একজন ও হাসপাতালের নেয়ার পথে দুইজন নিহত হয়েছেন ।ট্রাক জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন ।