মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০১৩ ব্যাচের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী আজভীর হোসেন সিহান হত্যাকান্ডের সাথে জরিতদেন দ্রæত গ্রেফতার করে বিচারের দাবিতে গাজীপুরের কালিয়াকৈওে মানববন্ধন করেছে এলাকাবাসী ।
শুক্রবার(১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মৌচাক বাসস্ট্যান্ড এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজ পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক আজহারুল ইসলাম,ইংরেজি প্রভাসক শেখ ফরিদ,সিনিয়র গনিত শিক্ষক দিলিপ কুমার দাস মৌচাক ফাড়িঁ ইনর্চাজ মহিদুল ইসলাম,এ্যাডভোকেট রফিকুল ইসলাম,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুকুল মাহমুদ,মোস্তফা হোসেন,শিক্ষার্থী শাহরীয়ার সজিব প্রমূখ ।
এসময় মানববন্ধনে বক্তারা বলেন অতিলম্বে আজভীর হোসেন সিহানের হত্যাকারীদের দ্রæত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান ।এবং এ হত্যাকান্ডের তিব্র নিন্দা জানান বক্তারা ।বক্তারা এসময় ৭২ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জরিতদের গ্রেফতার না করলে আরো কঠিন আন্দোলনের হুসিয়ারি দেন ।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোরে পাচঁটার দিকে বাসা থেকে নিজ র্কমস্থল উত্তরার দিকে যাচ্ছিলেন এসময় কয়েকজন দূর্বৃত্তারা তার উপর হামলা চালিয়ে ছুড়িকাঘাত করে হত্যা করে ।নিহত সিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভীর হোসেন নান্নুর ছেলে।
তার মা শিরিন জামান শিল্পি মৌচাক স্কাউট স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের শিক্ষক ।সিহান উত্তরার একটি অস্টেলিয়ান বায়িং হাউজে র্কমরত ছিলেন। কর্মস্থলে যোগদানেই ভোরে নীজ বাসা থেকে বের হয়ে দূর্বৃত্তদের হামলার শিকার।