কালিয়াকৈর
ইসলামী স্থাপনা ধংস ও ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কালিয়াকৈরে মুসলিম জনতার বিক্ষোভ সমাবেশ
ঐতিহাসিক বাবরী মসজিদ শহিদ করা , ভারতীয় আগ্রাসন ও ভারত উপমহাদেশে ইসলামী স্থাপনা ধ্বংস এবং বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার জুম্মা নামাজ বাদ বিক্ষোভ সমাবেশ করেছে মুসলিম জনতা ।
এসময় সফিপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিন করে তানহা হাসপাতালের সামনে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আনিসুর রহমান, মুহাম্মদ সাহেদ মেহরাজ মাওলানা হাবিবুল্লাহ, মাওলানা মনজুরুল ইসলাম, শাওন প্রমুখ।
এ সময় বক্তারা ভারতে ইসলাম স্থাপনায় হামলা চালিয়ে ভাংচুর করা বাংলাদেশ হাইকমিশন কার্যালয় হামলার প্রতিবাদ জানায়।