ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ও ভারতের আগড়তলায় বাংলাদেশ হাই কমিশন কার্যালয়ে হামলার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কালিয়াকৈর উপজেলা শাখার নেতৃবৃন্দরা ।
এসময় মাগরিব নামাজ বাদ শফিপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ ও মশাল মিছিলটি শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন করে সফিপুর র্মডান হাসপাতালের সামনে শেষ হয়ে পথসভা অনুষ্টিত হয় ।পথসভায় এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম¤œয়ক শাহদাত হোসাইন রাতুল,মেহেদী হাসান ফাহাত ,রাকিবুল ইসলাম,মেহেদি হাসান,উমর ফারুক প্রমূখ ।
এসময় বক্তারা বলেন একটি সভ্য দেশ কখনো দেশের দূতাবাসে হামলা করতে পারেনা ।এ ঘটনার জন্য ভারতকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে ।তাদের সাথে আমাদের দেশের সর্ম্পক প্রতিবেশি রাষ্ঠের মতোই হবে ।আমরা এ হামলার ঘটনায় তিব্র নিন্দাজ্ঞাপন জানাই ।সেই সাথে অতিলম্বে সন্ত্রাসী সংগঠন ইসকন কে বাংরাদেশে নিষিদ্ধ ঘোষনা করতে হবে ।
উল্লেখ্য গত ৫ আগষ্টের পর দেশে সনাতন ধর্মালম্বীর নামে কয়েক দফা সভা অনুষ্ঠিত হলে সেসব সমাবেশে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন)নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারী সরকারের উদ্যেশে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে বক্তব্য দেন ।
এর আগে থেকেই এই ইসকন নেতা আলোচনায় থাকলেও গত ২৫ অক্টোবর বিকালে চট্রগ্রামের নগরের লাল দিঘি মাঠে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশে বেশি আলোচনায় আসেন ।এসময় ওই সমাবেশ বাংলাদেশ সনাতন জাগরণ ম্েঞ্চর নামে করা হয় ।
পরে গত ২৫ নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে চিন্ময় কৃষ্ণদাস কে আটক করে ডিবি পুলিশ ।