গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোডমিল এলাকায় শনিবার সকালে বোডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে ও বিথী লাইফ কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে বিথী মেধাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে ।
শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এতে উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫০ জন শিক্ষার্থী এ পরিক্ষায় অংশ নেয় ।বোডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজে ক্যাম্পাসে অনুষ্ঠিত মেধা বৃত্তি পরিক্ষায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
বিথি লাইফ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা ফজলুল হক,আরকে মডেল ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা রেজাউল করিম,রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্টাতা প্রধান রাকিব উল ইসলাম, মো:কামরুজ্জামান ,আমিনুল ইসলাম,মামুন আল জাহিদ,আরিফ্ ইসলাম,রাসেল কবির প্রমূখ ।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ,শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ ।
উল্লেখ্য শিক্ষার্থীদের মেধা উন্নয়নের লক্ষে ২০২০ ইং সালে বোডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান ফজলুল হক বিথি লাইফ কেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ।
দরিদ্র অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাড়াতেই এই ফাউন্ডেশনের মুল উদ্যেশ ।
প্রতিবছরেই শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এ বিথী মেধাবৃত্তির আয়োজন করেন এই ফাউন্ডেশন ।