গাজীপুরের কালিয়াকৈরে ১৯ জুয়ারীকে জুয়াড় বিভিন্ন সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার শ্রীফলতলী এলাকার তুরাগ নদীতে নৌকার ভেতর টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।
বুধবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়,কালিয়াকৈরের শ্রীফলতলী এলাকার সোনাতলী ব্রীজের নিচে তুরাগ নদীর শাখা নদীতে মঙ্গলবার রাতে এক দল জুয়ারী নৌকার ভেতর টাকার বিনিময়ে জুয়া খেলছিল।
এসময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ পুলিশ নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৯ জুয়ারীকে আটক করে।
এসময় জব্ধ করা হয় একটি বড় নৌকা, ওয়ানটেন সুটার বোর্ড,লাল হলুদ,সবুজ রংয়ের ৬টি সুটার পিন, জুয়া খেলার ব্যবহৃত ব্যানার বোর্ড,১টি ষ্টিলের তৈরী বক্স ,৩টি মোবাইল ফোনসহ নগদ ৬৮ হাজার একশত ৫০ টাকা। এঘটনায় কালিয়াকৈর থানার এসআই
সুজিত কুমার বাদী হয়ে আটককৃতদের নামে মামলা দায়ের করেছে।
বুধবার আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্য গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো শামীম রেজা, আবুল হোসেন, আব্দুর রশিদ, এম. এম রশিদ, আলামিন, শাহ আলম, মাসুদ, জিল্লুর রহমান,
আজিজুল হক, আমির হামজা, মিজানুর রহমান, জসিম উদ্দিন, লালমিয়া ইসমাইল খান,এনামুল হক,মাসুদ,শাহজাহান, জুলহাস, হালিম।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ(ওসি) রিয়াদ মাহমুদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নের্তৃত্বে উপজেলা শ্রীফলতলী এলাকার তুরাগ নদীতে টাকার বিনিময়ে নৌকার ভেতর জুয়া খেলা অবস্থায় ১৯ জনকে জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জুয়াড় আসর পরিচালনা করে আসছিল।