গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক কারল সুরিচালা এলাকায় সোমবার সকালে হিরো রানা(৩১) যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ ।
নিহত যুবক হলেন বগুড়ার উপজেলার বরিয়াহাট জীবনপুর গ্রামের ফেরদৌস আলমের ছেলে ।নিহত যুবক উপজেলার মৌচাক কারল সুরিচালা এলাকার শওকত হোসেনের বাড়িতে স্ত্রীকে নিয়ে ভাড়া থেকে স্থানীয় পোষাক কারখানায় চাকরী করতেন ।
বেশ কিছুদিন যাবত আর্থিকভাবে ঋণগ্রস্থ থাকায় মানসিক টেনশনে ছিলেন ।
স্থানীয়রা ,নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায় রংপুরের মিটাপুকুর উপজেলার সাহেব আলীর মেয়ে শাহিনা আক্তার সাথীর সাথে তিন বছর আগে পারিবারিক ভাবে রানার সাথে বিয়ে হয় ।
বিয়ের পর থেকেই তারা কারল সুরিচালা এলাকায় ভাড়া থেকে স্থানীয় ফারিষ্ট কারখানায় চাকরি করতেন ।ঘটনার দিন রোববার দুপুরে এক সাথে কারখানা থেকে লাঞ্চে আসেন স্বামী স্ত্রী ।
পরে শাহিনা আক্তার স্বামীকে বাসায় রেখে অফিসে চলে যান ।এদিকে বিকেল পর্যন্ত স্বামী লাঞ্চ সেরে কারখানায় না আসায় সন্ধ্যার দিকে স্বামীকে মোবাইল ফোনে একাদিক বার কল করে ফোনে না পেয়ে পাশের কক্ষের আরেক ভাড়াটিয়াকে কল করে স্বামীর বিষয়ে জানতে চান ।
এদিকে পাশের কক্ষের ভাড়াটিয়া রানাকে ডাকতে গিয়ে দেখেন ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ ।
পরে স্ত্রী শাহিনাকে জানালে তাতক্ষনিক অফিস থেকে ছুটি নিয়ে বাসায় গিয়ে স্বামীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরে বিষয়টি পুলিশকে জানালে সোমবার সকালে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ।
পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ ।
কালিয়াকৈর থানার পরির্দশক (অপারেশন) মো: জুবায়ের জানান ওই যুবকের গলায় উড়না পেচানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।
পরে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয় ।