গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোরা মরকাবহ এলাকার ধামরাই আঞ্চলিক সড়কে বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত কভারভ্যানের ধাক্কায় আমিনুল ইসলাম(৪০) নামের এক অটো ভ্যান চালক নিহত হয়েছেন।
পর খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নান্তদন্ত ছাড়াই হস্তান্তর করে পুলিশ ।
নিহত ভ্যান চালক হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বোয়ালবীর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ।
তিনি উপজেলার হিজলহাটি এলাকার জসিম উদ্দিন দেওয়ানের বাড়িতে সপরিবারে বাসা ভাড়া থেকে অটো ভ্যান চালিয়ে জিবিকা নিবার্হ করতেন ।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার মরকাবহ এলাকার একটি ইটখলা থেকে ভাংগারী ইটা নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিলেন এসময় ধামরাই আঞ্চলিক সড়কের মরকাবহ মোরে আসলে ধামরাইগামী অজ্ঞাতনামা কভারভ্যান এর সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে এতে ঘটনাস্থলেই আমিনুল নিহত হন ।
এসময় লোকজন আসার আগেই কভারভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রæত পালিয়ে যায় ।পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে কালিয়াকৈর থানা পুলিশ ।
পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ।
কালিয়াকৈর থানার উপ পরির্দশক অনুপ কুমার অধিকারী বলেন লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে যেহেতু নিহতের স্বজনদের কোন অভিযোগ নেই তাই ময়না তদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে ।