কালিয়াকৈর

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে নিরাপত্তার্কমীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধুপাচালা এলাকায় রোববার সকালে জয়দেবপুর-রাজশাহী রেলাইনে ট্রেনে কাটা পড়ে কারখানার নৃপেন্দ্র চন্দ্র দাস(৩৫) নামের নিরাপত্তার্কমীর মৃত্যু হয়েছে ।

নিহত ওই নিরাপত্তার্কমী হলেন- সুনামগঞ্জের শাল্লা উপজেলার হাবিববুর গ্রামের ভূষণ চন্দ্র দাসের ছেলে । তিনি ভালুকার এনভয়টেক্সটাইল কারখানার নিরাপত্তকর্মীর দায়িত্বে ছিলেন।

এলাকাবাসী ও রেলওয়ে পুলিশ জানায় ময়মনসিংহের ভালুকার এনভয়টেক্সটাইল নামের তৈরি পোষাক কারখানায় র্কমরত ছিলেন ওই নিরাপত্তার্কমী ।তিনি শনিবার রাতে গাজীপুরে কোন কাজে আসেন বেড়াতে ।

এদিকে রোববার সকালে মৌচাক রাখালিয়াচালা ধুপাচালা এলাকায় জয়দেবপুর-রাজশাহী রেলরাইনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশে খবর দেয় ।

পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের যে কোন সময় তিনি ট্রেনের তলে কাটা পরে মারা যান ।

তবে তার মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় ঘটনাটি নিয়ে তদন্ত করছে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ।ঘটনাস্থলে তার র্কমস্থলের একটি আইডি র্কাড পাওয়া গিয়েছে ।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা পক্রিয়াদিন বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ এস আই সেতাফুর রহমান ।

তিনি আরো জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে ।পোস্টমোর্ডেমের রির্পোট পেলে মৃত্যুর কারন যানা যাবে ।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker