কালিয়াকৈর
পুনম শাহরিয়ার ঋতু, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
Send an email
সেপ্টেম্বর ১৯, ২০২৪সর্বশেষ আপডেট সেপ্টেম্বর ১৯, ২০২৪
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহীদদের স্বরনে কালিয়াকৈরে কাওয়ালি সন্ধ্যা
০ ২,২৬৩ এক মিনিটেরও কম সময়
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদের স্বরনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারস্থ মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারন শিক্ষার্থীদের আয়োজনে কাওয়ালী ও ইসলামিক সাংধস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
অথিতি শিল্পি হিসেবে সংঙ্গিত পরিবেশন করেন ওবায়দুল্লাহ তারেখ, আব্দুল্লাহ আল নোমান, রাসেদুল ইসলাম সহ আরো সংঙ্গিত পরিবেশন করেন ভাওয়াল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, স্পন্দন সাহিত্য সংসদ, প্রত্যাশা শিল্পি গোষ্টী, রঙ্গন সাহিত্য সাংধস্কৃতিক সংসদ, মনছবি কালচারাল গ্রুপ মিনার শিল্পি গোষ্টি ও ওয়ামী ট্রাষ্ট এর শিশু শিল্পি বৃন্দ।
Author
সম্পর্কিত সংবাদ