গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল কাঠালতরা এলাকায় সোমবার সকালে বোর্ডমিল লাইফ কেয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে মেধা বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিথী মেধাবৃত্তি সনদ বিতরন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলার ১৫ টি স্কুলের ৩১৩ জন শিক্ষার্থী এতে অংশ নেয়। এর মধ্যে বিজয়ী ১২০ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরন করা হয়।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মেধা বৃত্তি সনদ বিতরনে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ফুলকুড়ি কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক এম তুষারী, রতনপুর সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব উল ইসলাম, জেনিথ পিএল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফা বেগম প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ।