কালিয়াকৈর পৌরসভার কোন উন্নয়ন কাজ না করে নিজের আখের গোছাতে জমি ভরাটের কাজে ব্যস্ত বলে মন্তব্য করেছেন সাবেক ছাত্রনেতা ও কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হারুন অর রশীদ সিকদার।
তিনি সংক্ষিপ্ত বক্তব্যে আরো বলেন, পৌরসভার নাগরিক সেবায় যেসব সুবিধা থাকার কথা যেমন বিনোদনের জন্য পৌর পার্ক, খেলার মাঠ ডিজিটাল পৌরসভার সেসব সুবিধা থাকার কথা নেই তার বিন্দু মাত্র। অপর দিকে পৌরবাসীর নাগরিক সুবিধাকে বঞ্চিত করে সে তার নিজের সুবিধার জন্য বিভিন্ন জায়গায় নিচু এলাকায় মাটি ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করছে। যার ফলে পানি নিষ্কাসনের যথেষ্ট পরিমান জায়গা না থাকায় বৃষ্টি হলেই পৌর এলাকার বিভিন্ন স্থানে প্লাবিত হয়।এদিকে পৌরসভার বিভিন্ন এলাকায় চলাচলের আঞ্চলিক সড়ক গুলি দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলের অনুপযোগী হয়ে পরেছে এবং কি নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলার ডাস্টবিন না থাকায় বিভিন্ন জায়গায় ময়লা জমে দূর্গন্ধ সৃষ্টি হয়েছে। মানুষ চলাচল সহ বসবাসের অনুউপযোগী হয়ে পরেছে পৌরসভার ৭নং ওয়ার্ড ও ৮নং ওয়ার্ডের পূর্ব চান্দরা, বোডমিল বাজার, পাশা গেইট, ও সাহেব পাড়া সহ এসব এলাকায় ময়লার ডাস্টবিন না থাকায় বিভিন্ন স্থানে ময়লার বাগারে পরিনত হয়েছে এদিকে সফিপুর বাজার থেকে রেললাইন বাজার পর্যন্ত তিন কিলোমিটার সড়ক বৃষ্টির কারনে ক্ষদাক্ষন্দের কারনে ও পাশ দিয়ে সোয়ারেজ লাইনের কাজ চলমান থাকায় সড়কটিতে চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। সড়কের প্রায় স্থানেই ছোট বড় গর্তের কারণে প্রায় সময় ঘটছে নানা দূর্ঘটনা। এই এলাকায় বসবাস করে প্রায় হাজার হাজার শ্রমিক তাদের প্রতিদিন আঞ্চলিক সড়ক দিয়ে কর্মস্থলে যেতে হয়। কিন্তু সড়কের এমন বেহাল অবস্থার কারনে নির্দিষ্ট সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেনা। এছাড়া দীর্ঘ ১৫ বছর যাবত আইনি জটিলতার কারণ দেখিয়ে পৌর নির্বাচনে বাঁধা সৃষ্টি করছে যার ফলে জন সাধারণে ভোটের মৌলিক অধিকার হরণ হচ্ছে বলে জানান।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড আকম মোজাম্মেল হক এমপি হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাওয়ার লক্ষে বাংলাদেশ আলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোডমিল সাহেব পাড়া বাংলাদেশ ছাত্রলীগ ও এস এস সি ২০১৯ সালের ব্যাচের আয়োজনে ও বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী হাজী আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তব্যে তিনি এসব কথা জানান।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আ’লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও পৌর মেয়র পদপ্রার্থী রফিকুল ইসলাম তুষার,আরো বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, পৌর যুব মহিলালীগের আহবায়ক রুপালি আক্তার রুপা, মোঃ গোলাম মোস্তফা, ,রিজভী সজিব সরকার সাব্বির সিকদার বিপুল সহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্র লীগের মামুনুল হক মামুন,ইমন হোসেন, লিমন মিয়া সহ আলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।