কালিয়াকৈরে মুসল্লি ও ছাত্র সমাজের উদ্যোগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) জুমার নামাজের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ সমাবেশের আয়োজন করেন স্থানীয় মুসল্লি ও ছাত্র সমাজ। সমাবেশের শুরুতে বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা দলে দলে এসে চন্দ্রা ত্রিমোরে অবস্থান নেন। পরে, কালিয়াকৈর ছাত্র সমন্বয়ক আমির হোসেনের সঞ্চালনায় এবং কালিয়াকৈর উল্লামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর উল্লামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উল্লামা পরিষদের নেতা-কর্মী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যবৃন্দ এবং স্থানীয় মুসল্লিরা। বক্তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভারত কোনো আগাম সতর্কতা ছাড়াই পানি ছেড়ে দিয়েছে, যার ফলে দেশের ১০টি জেলা বন্যার কবলে পড়েছে। এই আগ্রাসন থেকে রক্ষা পেতে সবাইকে সতর্ক হতে হবে এবং একত্রিত হয়ে রুখে দাঁড়াতে হবে।
“পরে, সংক্ষিপ্ত সমাবেশে বন্যায় দুর্গতদের সহায়তার জন্য উপস্থিত মুসল্লিদের কাছ থেকে নগদ অর্থ সংগ্রহ করা হয়। সকলকে নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।