গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার দিনব্যাপি শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এসময় শিক্ষার্থীরা ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক সড়ক দুই ঘন্টা বন্ধ করে রাখে।
ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা গোবিন্দকে দ্রুত পদত্যাগ করে স্কুল থেকে বিদায় নিতে শিক্ষার্থীরা আল্টিমেটার দিয়েছে।
শিক্ষার্থীরা জানায়, ওই স্কুলের প্রধান শিক্ষক রাধা গোবিন্দ এর নানা অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তুলে প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীরা সকালে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ছুটে আসেন।
এ সময় ক্ষিপ্ত শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের ১২জন শিক্ষকসহ সভাপতিকে একটি কক্ষে আটকিয়ে বাইর থেকে তালা ঝুলিয়ে দিয়ে ধামরাই -কালিয়াকৈর আঞ্চলিক সড়ক বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে। এসময় প্রধান শিক্ষক রাধা গোবিন্দ স্কুলে উপস্থিত ছিলেন না।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যায় পাসের হার খুবই নিম্ন মানের হচ্ছে। তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ রয়েছে। তাই আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।
এ ব্যাপারে এ প্রধান শিক্ষক রাধা গোবিন্দ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। তবে তাকে একটি ক্ষুদে বার্তা দেওয়া হলেও তিনি কোন উত্তর দেন নাই।
এ ব্যাপারে আশরাফ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোতালেব হোসেন বলেন, প্রধান শিক্ষক রাধা গোবিন্দ এ প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির অভিযোগ উঠে। এ কারণেই প্রধান শিক্ষকের পদত্যাগ চায় সাধারণ শিক্ষার্থীরা।