গাজীপুরের কালিয়াকৈরে দিপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমের পিতা মো: আব্দুল জব্বার বাধক্যজনিত কারনে মারা গেছেন। রবিবার সকালে তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। মৃত্যুও সময় বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর।
তিনি মৃত্যুর সময় স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অনেক আত্বীয় স্বজন রেখে গেছেন। তার এমন মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে। পরে বিকালে উপজেলার মাঝুখান বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
নিহতের সন্তান সাংবাদিক জাহাঙ্গীর আলম বলেন, আমার বাবা অনেক দিন যাবত বাধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় ১ সপ্তাহ হাসপাতালে ভর্তি থাকার পর আজকে সকালে মারা যায়। এসময় সবার কাছে তার পিতার জন্য দোয়া কামনা করেন।