গাজীপুরের কালিয়াকৈরের সিনাবহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন সিকদার পদত্যাগ করেছেন। অপরদিকে গত বুধবার বিকালে গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন আহমেদ পদত্যাগ করেন।
বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করেন। সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে থাকে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উপজেলার সিনাবহ উচ্চ প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন সিকদারের পদত্যাগ দাবি করে। এ সময় প্রধান শিক্ষক পদত্যাগ করতে রাজি না হলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের ভেতর প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাশে বড়ইবাড়ী-সফিপুর সড়ক অবরোধ করে দিয়ে বিক্ষোভ করতে থাকে।
পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিকেলে প্রধান শিক্ষক পদত্যাগ করে চলে আসেন। অপরদিকে বুধবার সকাল থেকেই নানা অনিয়মের অভিযোগ এনে সকাল থেকে ক্লাস বর্জনকরে শিক্ষার্থীরা গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আন্দোলন করতে থাকে। পরে বিকেলের দিকে নিজ সাক্ষরিত পদত্যাগ পত্র জমা দিয়ে স্কুল প্রাঙ্গন থেকে বের হয়ে যান আলকাছ উদ্দিন আহমেদ কালিয়াকৈর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা সিনাবহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।