গাজীপুরের কালিয়াকৈর থানায় রবিবার রাতে পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের প্রায় এক সপ্তাহকাল থানাগুলো শূন্য থাকবার পর পুলিশ সদস্যরা এলেন।
যোগদানের পর থানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। ইতিমধ্যেই স্থানীয় জনগণকে আইনি সেবা দিতে শুরু করেছে পুলিশ সদস্যরা। পুলিশ জানিয়েছেন জনগণের বন্ধু হয়ে তারা নিরলস ভাবে কাজ করবেন। তবে প্রায় সপ্তাহের বেশি থানায় পুলিশ ছিলোনা। পুলিশ আসার পর অল্প পরিসরে থানায় কাজ শুরু হয়েছে। সাধারণ মানুষও আবার পুলিশি সেবা পেয়ে খুশি। ইতিমধ্যে উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজাহারসহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকশি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেনসহ বিএনপির ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। উদ্ভূত পরিস্থিতিতে গেল ৪ আগস্ট পুলিশ সদস্যদেরকে থানা থেকে সরিয়ে নিয়ে নিরাপদ স্থানে রাখা হয়।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজাহার জানান, পুলিশ ভাইদের বলছি আপনারা নিরাপদে থাকেন নিরাপদে থেকে আপনারা কাজ করেন আমরা আপনাদের সাথে রয়েছি।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন জানান, পুলিশ না থাকায় জন মনের আতঙ্ক সৃষ্টি হয়েছিল। এখন পুলিশ এসেছে জনগণের স্বস্তি ফিরেছে আমরা পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছি চাই।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, গতকাল রাতে কালিয়াকৈর থানায় উপস্থিত হন। পরে সোমবার সকাল থেকেই অল্প পরিসরে থানার কার্যক্রম শুরু করা হয়।