কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরতুকিচালা এলাকার রোববার রাতে গ্রোব ক্যাবল লিমিটেড নামক একটি কারখানায় দূর্ষর্ধ ডাকাতি ঘটনা ঘটেছে।
এ সময় ডাকাত সদস্যরা ওই কারখানার ৫ নিরাপত্তাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। অপরদিকে ওই কারখানার ১৩জন নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ঢাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় গ্রোব ক্যাবল লিমিটেড নামক কারখানার সহকারী ব্যবস্থাপক সুলতান উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে হরতুকিচালা নামক এলাকায় প্রতিষ্ঠিত জনকন্ঠ পরিবারের একটি বৈদ্যূতিক তার তৈরির কারখানায় গ্রোব ক্যাবল লিমিটেড কারখানা রাত নয়টার দিকে তারকাটার বেড়া টপকিয়ে ৩৫-৪০জনের একদল ডাকাত সদস্য প্রবেশ করে নিরাপত্তাকর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করেন। পরে ১২-১৩জন নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের আস্ত্রেও মুখে জিম্মি করে কারখানার লকার ভেঙ্গে নগদ পৌনে তিন লাখ টাকা, কারখানার গোডাউন থেকে বৈদ্যূতিক তার, জিআই তারসহ প্রায় বিশ লাখ টাকার মালামাল
লুট করে একটি ট্রাকে ভরে নিয়ে যায়। ডাকাত দলের সদস্যরা মালামাল লুট করে নিয়ে যাওয়ার পর পুলিশে খবর
দেন।
রাতেই পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এ ঘটনায় মামলার বাদী কারখানার সহকারী ব্যবস্থাপক সুলতান উদ্দিন বলেন, রাত নয়টার দিকে প্রথমে
কয়েকজন মুখোসধারী ডাকাত সদস্য তারকাটার বেড়া টপকিয়ে ভিতরে ঢুকে। পরে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে কারখানার সকল নিরাপত্তাকর্মী ও কর্মচকর্তাদের জিম্মি করে নগদ টাকাসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।
কালিয়াকৈর থানার ওসি এএফএম ওসি নাসিম বলেন, ডাকাতির ঘটনাস্থল পরির্দশন করেছি। তবে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য ভিন্নরকম মনে হচ্ছে। তবু বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।