গাজীপুরের কালিয়াকৈরে কালিয়াকৈর পৌর যুব মহিলা লীগের বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৬ জুলাই ) বেলা ১১টায় কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের চন্দ্রা দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
কালিয়াকৈর পৌর যুব মহিলা লীগের সভাপতি মোসা: রুপালী রুপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোরাদ কবির। বিশেষ অতিথি ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব আকবর আলী। অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কালিয়াকৈর পৌর শাখার সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মহিলা লীগ কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি মোসা: আমেনা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মোসা: হাসনা হেনাসহ যুব মহিলা লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।