গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমী তিন নাম্বার গেইল এলাকায় সোমবার রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা গাড়ীর ধাক্কায় অজ্ঞাতনামা (২৬) যুবক নিহত হয়েছেন। রাত সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠিয়েছে। তবে নিহতের পরিচয় এখনো সনাক্ত হয়নি। নিহতের পড়নে ছিলো কালো জিন্স পেন্ট ও কালো টি র্সাট ।
প্রত্যক্ষদর্শীরা ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে অজ্ঞাত যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে সফিপুর মর্ডান হাসপাতালে নিলে সেখানকার র্কতব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।