কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে আটাবহ ইউনিয়নের বড়ই- ছুটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আব্দুল মান্নানের প্রায় দুই শতাধিক দেশি-বিদেশি ফলের গাছ কেটে ফেলার অভিযোগ ভুক্তভোগী আব্দুল মান্নানের চাচা তায়েব আলী ও তার পরিবারের বিরুদ্ধে। এ ব্যাপারে আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আব্দুল মান্নান বলেন,গত এপ্রিল মাসেও তার চাচা তায়েব আলী ও তার পরিবার আমার রোপন করা মাল্টা,লটকন,পেঁপে,আম নারকেল ভিয়েতনামি নারকেল,মালয়েশিয়ান রামবোটান সহ চায়না আম সূর্য ডিম, ব্রুনাই কিং, ব্ল্যাক স্টোন, ব্ল্যাকবেরি,সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক ফলের গাছ রোপন করে পরিচর্যা করে আসছিলেন।
আব্দুল মান্নান বলেন এইসব বিদেশি ও দেশি গাছে যে পরিমাণ ফল ধরেছিল তা বাজার মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা। ভুক্তভোগী আব্দুল মান্নান কান্না জড়িত কণ্ঠে বলেন গত এপ্রিল মাসে প্রথমবার তার চাচা ও তার পরিবারবর্গ মিলে আমার ফলের গাছ কেটে ফেলে,তখন থানায় অভিযোগ দেয়ার পরেও থানা পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। চলতি মাসের ৪ তারিখে আবারও চাচা তায়েব আলী তার দলবল নিয়ে আমার গাছ কেটে ফেলে। এবং সর্বশেষ গত বুধবার দিবাগত সন্ধ্যায় আমার চাচা তায়েব আলী ও তার পরিবারের লোকজন মিলে আমার ফলের গাছগুলো কেটে ফেলেছে।
ফলের গাছগুলো কাটার সময় আপনি বাঁধা দিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল মান্নান বলেন, আমি বাঁধা দিতে গিয়েছিলাম চাচা তায়েব আলী ও তার ছেলেরা সহ অজ্ঞাত আরও কয়েকজন রড দা, ছুরি ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে আমাকে মেরে ফেলার জন্য তেড়ে আসে আমি প্রাণ ভয়ে দৌড়ে পালিয়েছি।
অভিযোগ পেয়ে কালিয়াকৈর থানার পুলিশের উপ পরিদর্শক এসআই সুজিত ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কেটে ফেলার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি বলেন জমির মালিকানা দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।