কালিয়াকৈর

৭৫শতাংশ ট্যাক্স আদায়ে ব্যর্থ হলে ইউপি ও পৌরসভা বাতিল হবে-মুক্তিযুদ্ধমন্ত্রী

কালিয়াকৈরে (গাজীপুর) প্রতিনিধি:

মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন,জনগণের হোল্ডিং ট্যাক্স ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। ইউনিয়ন পরিষদের ট্যাক্স শতকরা ৭৫শতাংশ আদায় করতে না পারলে সেই ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বাতিল বলে গণ্য হবে।

এই আইন আমার মুখের কথা নয়, এটা আওয়ামী লীগ তৈরি করেনি, লোকাল গভমেন্টের এই আইন বৃটিশ আমল থেকে করা। কাজীদের ওপর আইন রয়েছে বিয়ের কাবিনের এক অংশের টাকা থেকে ট্যাক্স পরিশোধ করা। কিন্তু তারা কখনো ট্যাক্স প্রদান করেন না। তাই সকল ইউপি পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া রয়েছে যে, ট্যাক্স ফাঁকি দিলে ওইসব কাজীদের ধরে এনে ট্যাক্স আদায় করতে হবে।

জনগণের টাকা সরকারের টাকা, তাই সরকারের আইন সভার সকল আইন মেনে চলতে হবে। মন্ত্রী সোমবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হল রুমে কালিয়াকৈর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের প্রথম মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার
আহাম্মেদ,কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী, শ্রীফলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিবুর রহমান,ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম সরকার।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker