মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাড, আকম মোজাম্মেল হক এমপি বলেন, ৩৯; আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পেরেছে বলেই, বঙ্গবন্ধু হত্যার বিচার করা সম্ভব হয়েছে, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বলেই, যুদ্ধপরাধীদের বিচার হয়েছে, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হয়েছে, এিশ লক্ষ শহীদের রক্তের যে ৭২ এর সংবিধান লেখা হয়েছিল যা জিয়াউর রহমান ছুড়ে ফেলে দিয়েছিল, সেটিকে আবার পুনরায় চালু করে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আনা সম্ভব হয়েছে।
রবিবার (২৩ জুন) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আ’লীগের আয়োজনে বাংলাদেশ আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলেক্ষে প্রতিষ্ঠ্ধাসঢ়; বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আজকে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের এই চেহারা। আ’লীগ ক্ষমতায় না থাকলে বাড়ি বাড়ি বিদ্যুৎ, গ্রামে গ্রামে পাকা রাস্তা, আজকে গ্রামে গেলে যে, সবথেকে সুন্দর বিল্ডিংটা প্রাইমারি স্কুল, হাই স্কুলের বিল্ডিং, মাদ্রাসার বিল্ডিং, গ্রামে গ্রামে কমিউনিটি হেলথ ক্লিনিক এগুলো কি কখনো হতো? কখনোই হতো না। আজকে যদি আ’লীগ ক্ষমতায় না থাকতো এবং আ’লীগের যিনি প্রধান, আ’লীগের যিনি চালিকাশক্তি, দেশরত্ন শেখ হাসিনা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকতো, তাহলে বিধবা ভাতা, বয়স্ক ভাতা আজকের এই যে বিভিন্ন প্রতিবন্ধীদের ভাতা বিভিন্নভাবে এই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা উপজেলায় প্রায় ৫০ হাজারের বেশি পরিবার যে সাহায্য পায় তা কখনো পেত না।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবিরের সভাপতিত্বে আ’লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি এমপি, সাংগঠনিক সম্পাদক আকবর আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক রফিকুল ইসলাম তুষার প্রমুখ।
পরে দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি বের হয়। র্যালি কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিদ করে বাইপাশ এলাকায় এসে র্যালি শেষ হয়।