“উদ্যোগ-প্রচেষ্টা-বাস্তবায়ন”
কুরআন তেলাওয়াতের চূড়ান্ত পর্বে বিজয়ীদের মাঝে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। চূড়ান্ত পর্বের আগে ১৪টি মাদ্রাসার ১৮০ জন প্রতিযোগীদের মধ্যে ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হয়। গতকাল সেই ১৫ জনের মধ্যে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন দারুল উলুম রশিদিয়া হফিজিয়া মাদ্রাসার প্রতিযোগী মোহাম্মদ জুনায়েদ আহম্মেদ, দ্বিতীয় হয়েছেন চন্দ্রা দারুল উলুম মাহমুদ নগর মাদ্রাসার প্রতিযোগী মোহাম্মদ মাহাবুবুর রহমান এবং তৃতীয় স্থান অধিকার করেছেন চন্দ্রা আহাম্মদ আলী দারুল কুরআন মাদ্রাসার প্রতিযোগী মোহাম্মদ ওমর ফারুক।
প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, উস্তাজুল হুফফাজ হাফেজ মাহফুজুল হক, প্রতিষ্ঠাতা পরিচালক মাদরাসায়ে লাওহে মাহফুজ, মধুপুর টাংগাইল। সহকারী বিচারক হিসেবে ছিলেন, হাফেজ ক্বারী মোফাজ্জল হোসাইন, মুফতি আবু তালহা সাজিদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উলামা পরিষদের সভাপতি আলহাজ্ব মুফতি এমদাদুল হক, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহিম নোমান কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সুবানীর সম্পাদক ও প্রকাশক আইয়ুব রানা এবং প্রিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।