আগামী ২১ মে দ্বিতীয় ধাপে কালিয়াকৈর উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
২ মে বৃহস্পতিবার গাজীপুর জেলা রির্টানিং কার্যালয়ে প্রতীক বরাদ্দ হয়েছে। এবার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস- চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। চেয়ারম্যান পদে কামাল উদ্দিন সিকদার (আনারস), মুরাদ কবীর (কাপ-পিরিচ) ও সেলিম আজাদ মোটর সাইকেল প্রতিক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান রাজীব আহম্মেদ রাসেল (বৈদ্যুতিক বাল্ব), এডভোকেট তোফাজ্জল হোসেন মৃধা তপু (উড়োজাহাজ), মনোয়ার হোসেন শাহীন (তালা), হাজী হারিউজামান হারিজ (বই মার্কা), মতিউর রহমান (মাইক), আ ফ ম জেহাদী মোজাদ্দেদী (টাইপরাইটার), রতন কুমার সাহা (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন (ফুটবল), নাজমা সরকার (ক্যামেরা), আসমা খাতুন (পদ্মফুল), শিক্ষানবীস আইনজীবি শরীফা আক্তার (হাস), জান্নাতুল ফেরদৌস শিমু (কলসী)।