কাালিয়াকৈর (গাজীপুর )প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার(১ ফেব্রুয়ারী ) সকালে বাঁধন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি পরিবার এর আয়োজনে বিনামুল্যে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ র্নিনয় বিষয়ক র্কমশালা অনুষ্ঠিত হয়েছে।
এ র্কাযক্রম সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচ্য়িঁড়ঃ। এসময় কর্মসূচিতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী, অভিভাবক, কর্মচারীদের রক্তের গ্রুপ বিনামূল্যে জানিয়ে দেওয়া হয় এবং প্রতি চারমাস অন্তর অন্তর রক্তদানে উদ্বুগ্ধ করা হয়।
বাঁধন, বিডিইউ পরিবারের আহবায়ক আব্দুল হাসিব বলেন, ্য়ঁড়ঃ;আমরা চেয়েছি অত্র এলাকার সব বয়সের সবাই তার নিজের রক্তের গ্রুপ জানবে, এই লক্ষ্যেই আজকের এই কার্যক্রম করা হয়েছে। ভবিষ্যতে স্থানীয়ভাবে এমন কার্যক্রম আরোও বেশি করা হবে।
উল্লেখ্য, লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উক্ত কর্মসূচির সাধুবাদ জানিয়েছেন এবং বাঁধন, বিডিইউ পরিবারের সফলতা কামনা করেছেন ।