কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উত্তর দাড়িয়াপুর এলাকা থেকে বুধবার(২৭ ডিসেম্বর) সকালে গহীন কাঠ বাগানের ভিতর থেকে জয়দেব কুমার রায় নামের এক যুবকের গলায় রশি পেচাঁনো লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক যশোর জেলার সদর থানার পূর্ব বারন্দী নাথপাড়া এলাকার বিশ্বজিৎ রায়ের ছেলে ।সে টাংগাইলের মির্জাপুরের গোড়াই এলাকায় টেক্কা অয়েল মিলের মালামাল বহনকারী গাড়ির ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর দাড়িয়াপুর এলাকায় কাঠ বাগানের ভিতর গলায় রশি পেঁচানো অবস্থায় পরে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ। পুলিশ জানায়, নিহতের গলায় অর্ধেক রশি ও গাছে অর্ধেক রশি দেখে ধারণা করা হচ্ছে গলায় ফাঁস নেয়ার পর পরবর্তীতে রশি ছিড়ে গিয়ে মৃতদেহটি মাটিতে পড়ে
থাকতে পারে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.জামিনুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা ।