কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
আম্মবালা ফাউন্ডেশনের এক কর্মকর্তাকে দিন দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রামদা ঠেকিয়ে নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বুধবার(২০ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকার ফ্লাইওভারের উপর এ ঘটনা ঘটে।ছিনতাইকারীর কবলে পড়া ঐ ব্যক্তি হলেন,সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের শামসুল ইসলাম সরকারের ছেলে আব্দুল হালিম সরকার।
তিনি কালিয়াকৈর আম্মবালা ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হিসেবে কর্মরত আছেন। স্থানীযরা ও ভুক্তভোগী সূত্রে জানাযায়, প্রতিদিনের মতো কালিয়াকৈর বাসষ্ট্যান্ট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে হালিম সরকার এনজিও সমিতির সদস্যদের টাকা আদায়ের লক্ষ্যে অফিস থেকে বের হয়ে মির্জাপুর ক্যাডেট কলেজে যান। সেখানে থেকে সমিতির সদস্যদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা আদায় হয়। এদিকে আদায়কৃত টাকা নিয়ে বাড়ইপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোড়ার ফ্লাইওভারের ওপরে আসলে মোটরসাইকেল যুগে তিন যুবক এসে সামনে তার মটরসাইকেল গতিরোধ করে। এ সময় ওই তিন যুবকের কাছে থাকা রামদা ঠেকিয়ে হালিমকে এলোপাতাড়ি মারধর করে। পরে ওই কর্মকর্তা এরাপাতাড়ি মার খেয়ে সড়কে পড়ে গেলে। এসময় হালিম সরকারের সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঐ তিন যুবক। এ সময় হালিমের ডাক চিৎকার করলে ততক্ষণে ওই ছিনতাইকারীরা ঘটনাস্থলে থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ছিনতাইয়ের ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।