কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধ:
গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় রবিবার সন্ধ্যা পনে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ত্রিমোর চন্দ্রায় ফের ইউসুফ পরিবহন নামের ঢাকা টাঙ্গাইল একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইল (ঝটিকা)ইউসুফ পরিবহন এর একটি বাস চন্দ্রা এলাকায় পৌঁছালে যাত্রীবেশে গাড়িতে উঠে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধসঢ়;সময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের আতœচিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসে।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে বাসের পিছনের উপরের অংশ সর্ম্পুন পুড়ে যায়। উল্লেখ্য রবিবার ভোরেও একটি মালবাহী চলন্ত ট্রাকে আগুন দেয় র্দূবৃত্তরা এতে ঐ ট্রাকের চালক অগ্নিদগ্ধ
হয়।
গাড়ির চালক নাজমুল হোসেন বলেন চন্দ্রা থেকে ১২/১৪ জন যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিলাম হটাৎ পিছন থেকে গাড়িতে থাকা যাত্রীরা আগুন আগুন বলে চিৎকার শুনে গাড়ি থামাই সাথে সাথে যাত্রীরা নেমে যায় মূর্হৃতেই চোখের সামনে সারা গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে । কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন সন্ধ্যায় যাত্রীবেসে গাড়িতে উঠে আগুন দেয় র্দূবৃত্তরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে