পুনম শাহরীয়ার কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার র্পূব চান্দরা বোডমিল কাঠালতলা এরাকায় বিথী লাইফ কেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে(২৫ নভেম্বর) সকালে বোডমিল লাইফ কেয়ার স্কুল প্রাঙ্গনে উপজেরার বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষে বিথী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ মেধাবৃত্তি পরিক্ষায় উপজেলার ১৬ টি কিন্ডার গার্ডেন স্কুলের শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণির ৪২০ জন শিক্ষার্থী এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সকাল নয়টা থেকে দুপুর বারোটা ও দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে এ মেধা যাচাই পরীক্ষা।এসময় এসময় বিথী লাইফ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ফজলুল হক পরীক্ষার কেন্দ্র পরির্দশন করেন। এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় সহযোগীতায় ছিলেন,এ ফাউন্ডেশনের উপদেষ্টা এম তুষারী,রাকিবউল ইসলাম,মনির হোসেন,শহিদুল ইসলাম তানজিল মাহমুদ,আব্দুর রাজ্জাক,আসাদুল্লাহ আসাদ,মাহমুদা আক্তার,রাসেল কবির,মামুন আল জাহিদ প্রমুখ।