পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি:
বিএনপি জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে সোমবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিনহাটি এপেক্স ফার্মার সামনে থেকে মহাসড়কে নাশকতার প্রস্তুতিকালে তিনজন ও মৌচাক এলাকা থেকে বিএনপি’র জেলা যুব দলের সদস্য সচিব কে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন গাজীপুর জেলা যুব দলের সদস্য সচিব এড.রফিকুল ইসলাম সে উপজেলার মৌচাক এলাকার হাবিজ উদ্দিনের ছেলে ,পৌর ৯নং ওর্য়াড ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক বুলবুল আহমেদসে সফিপুর এলাকার আবুল কালামের ছেলে ,ও জামালপুর জেলার সড়িষাবাড়ি উপজেলার চন্দ্র নন্দনপুর চৌরাস্তা এলাকার আলী আকবরের ছেলে শ্রাবন হোসেন, সিরাজগজ্ঞের বেলকুচি উপজেলার গাবগাছি গ্রামের আব্দুস সামাদেও ছেলে মানিক হাসান।
থানার এজাহার সূত্রে জানাযায় সোমবার ভোর সাড়ে পাচটার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এপেক্স র্ফামার সামনে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মহসড়কে গাড়িতে অগ্নিসংযোগের প্রস্তুতিকালে পুলিশ তাদের হাতেনাতে আটক করে। অপরদিকে মৌচাক এলাকা থেকে ঐদিন রাতেই এড .রফিকুল ইসলাম কে আটক করে পুলিশ ।আটককৃত ব্যক্তিদের মঙ্গলবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ইনর্চাজ আকবর আলী খান জানান ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এপেক্স র্ফামার সামনে থেকে নাশকতার প্রস্তুতিকালে তিনজন ও মৌচাক এলাকা থেকে একজন কে আটক করা হয়েছে। আটককৃতদের নাশকতা মামলায় জেল হাজতে প্রেরন করা হয়েছে ।