পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে গতকাল মঙ্গলবার দিনব্যাপি বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশনে বুধবার সকালে আসেন গাজীপুর মেট্রাপলিটনের পুলিশ কমিশনার মাহবুব আলম (বিপিএম, পিপিএম, বার) এসময় সাথে ছিলেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফতে মোহাম্মদ সফিকুল ইসলাম, পুলিশ সুপার কাজী শফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন (পিপিএম বার, ক্রাইম অ্যান্ড অপস্) উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার (ভূমি) আনন্দ কুমার গুহ, কালিয়াকৈর থানা ইনচার্জ আকবর আলী খান প্রমূখ। পরে শ্রমিক আন্দোলনে গ্রতিগ্রস্থ পুলিশ বক্স, দুটি কারখানা ও তানহা হাসপাতাল পরিদর্শন করেন।
উল্লেখ গত ২৩ অক্টোবর থেকে বেতন বাড়িয়ে ২৩০০০ টাকা করার দাবিতে আন্দোলন করে আসছে শিল্প কারখানার শ্রমিকরা এদিকে ঐদিন থেকেই দফায় দফায় ঢাকা টাঙ্গাইল মহসড়ক অবরোধ করে কয়েকটি কারখানা ও গাড়ি ভাংচুর সহ কারখানায় ও গাড়িতে অগ্নি সংযোগ করে শ্রমিকরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে গেলে এসময় পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়ে এত পুলিশ সহ শ্রমিকরা আহত হয়।