পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বাড়ানোর দাবিতে কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ চারদিন ব্যাপি বিভিন্ন কারখানা ভাংচুর ও মহাসড়কে গাড়ি ভাংচুর অগ্নি সংযোগের ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে শুক্রবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরন করেছে কালিয়াকৈর থানা পুলিশ।গত সোমবার (২৩ অক্টোবর) সকাল থেকে বৃহস্পতিবার বিকাল র্পযন্ত দফায় দফায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বেতন বাড়িয়ে ২৩০০০ টাকা করার দাবিতে বিক্ষোভ করে এসময় কয়েকটি কারখানায় ভাঙচুর সহ চারদিনে প্রায় দুই শতাধিক গাড়ি ভাংচুর করে শ্রমিকরা।
কোনাবাড়ি,তেলীরচালা,মৌচাক ,সফিপুর বাজার,ও পল্লীবিদুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দফায় দফায় শ্রমিক পুলিশের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট পাটকেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ টিয়ারসেল সহ কাদানি গ্যাস ছুড়ে। এতে পুলিশ ও শ্রমিক সহ আহত হয় দুই শতাধিক।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে কোনবাড়ি থেকে পল্লীবিদুৎ বাজার র্পযন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে র্অধ শতাধিক গাড়ি ভাংচুর সহ দুইটি মটর সাইকেল ও একটি পাজারো গাড়িতে অগ্নি সংযোগ করে আন্দোলনরত শ্রমিকরা এসময় পল্লীবিদুৎ বাজার এলাকায় পুলিশ শ্রমিক সংঘর্ষে রনক্ষেত্রের সৃষ্টি হলে পুলিশ কে লক্ষ করে তিন দিক থেকেই ইটপাটকেল ছুড়ে শ্রমিকরা এসময় সড়কের মাঝ খানেও আগুন ধরিয়ে দেয়া হয়।
পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়ার সময় আহত হয় প্রায় ১০ পুলিশ সদস্য ও অর্ধ শাতাধিক শ্রমিক। এদিকে বহিরাগত শ্রমিকরা ইকোটেক্স ,গোমতি টেক্সটাইল,ইন্টারস্টপ,একটি শপিংমল ও উপজেলা ছাত্রলীগের অফিস ভাংচুর সহ সামনে থাকা দুইটি মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় বিক্ষোপ্ত শ্রমিকরা ।এ ঘটনায় কালিয়াকৈর থানার তদন্ত ওসি সাব্বির রহমান ও মৌচাক পুলিশ ফাড়িঁর উপ পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত নামা সাড়ে চার হাজার ব্যক্তিকে অভিযুক্ত করে দুইটি পৃথক মামলা করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার বাসাকৈর এলাকার মৃত হোসেন আলী মাতবর এর ছেলে লোকমান মেম্বার (সাবেক) ,চান্দরা মন্ডলপাড়া এলাকার মৃত লাবিবুদ্দিন মন্ডলের ছেলে আল আমিন মন্ডল ফুলবাড়িয়া এলাকার মৃত তমিজ উদ্দিন সরকারের ছেলে আনিসুর রহমান পল্লী বিদ্যুৎ এলাকার মৃত জসিমউদ্দীন মন্ডলের ছেলে আমিরুল ইসলাম বিপ্লব), চান্দরা এলাকার আব্দুল হালিমের ছেলে আলামিন , চান্দরা এলাকার মৃত মাইনুদ্দীনের ছেলে হাবিব উদ্দিন দেওয়ান ,মৌচাক তেলির চালা এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে রায়হান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মতিয়ার মনজুর ছেলে মনিরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার ইউনুস আলীর ছেলে সেলিম রেজা বগুড়ার জেলার ধুনট থানার জোরাল শেখের ছেলে আলমগীর হোসেন শেখ রূপেন সরকার ,তারেক আজিজ, সুজন বাইন,সেলিম রেজা পাপ্পু , রুবেল ও লোকমান মিয়া।
পরে আটককৃতদের বৃহস্পতিবার পোশাক কারখানার শ্রমিকেরা তাদের ন্যূনতম ২৩ হাজার টাকা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত অবস্থায় উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গাড়ি ও মোটরসাইকেলে অগ্নি সংযোগ করে এবং স্থানীয় একটি অফিস ভাঙচুর এর ঘটনায় তাদের গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি (তদন্ত)সাব্বির রহমান জানান সড়ক অবরোধ, ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনায় ৩/৪ অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে মামলা হয়েছে ।