পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় সোমবার (২৩ অক্টোবর)সকালে থেকে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা।
এসময় মহাসড়কের দুই পশে প্রায় ৬ কিলোমিটার এলাকা জুরে র্দীঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তীতে পরে সাধারন পথচারী ও যাত্রীরা এসময় র্পূবানী ও বে ফুটয়্যার নামক দুটি কারখানার গেইট ও জানালার গfস ভাংচুর করে বিক্ষোপ্ত শ্রমিকরা।
যানাগেছে বেতন বৃদ্ধির দাবিতে সকাল সাড়ে নয়টা থেকেই উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষোপ্ত শ্রমিকরা। এসময় শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরাতে গেলে ধাওয়া পালটা দাওয়ার ঘটনা ঘটে। এসময় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছু তে থাকলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১০ রাউন্ট টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
পরে কিছুক্ষনের জন্য মহাসড়ক যানচলাচল সাভাবিক হলেও ফের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বেশ কিছু যানবাহন ভাংচুর করে।অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তা থেকে টাঙ্গাইল র্মিজাপুর র্পযন্ত র্দীঘ যানজটে আটকে আছে শত শত যানবাহন।
এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। এসময় শ্রমিকরা জানান কারখানা কতৃপক্ষের কাছে বেতন বৃদ্ধিও আশ্বাস না পেয়ে তারা বাধ্যহয়ে মহাসড়ক অবরোধ করেছে।
দ্রব্য মুল্যেও অগ্রগতি অপরদিকে বেতন কম। এ নিয়ে পরিবার পরিজন নিয়ে সংসার চারাতে হিমসিম খাচ্ছে বিভিন্ন কারখানায় র্কমরত শ্রমিকরা। তাদের দাবি র্বতমান বেতন ৮৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৩০০০ টাকা বেতন করার দাবি জানান।
এদিকে সকাল সাড়ে নয়টা থেকে শ্রমিকদের অবরোধ করে রাখা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে ৬ ঘন্টা পর যান চলাচল সাভাবিক হয়। এ ঘটনায় গাজীপুর শিল্প পুলিশের ইনর্চাজ দুলাল মাহমুদ জানান সকাল থেকেই বেতন বৃদ্ধির দাবিকে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে তাদের বুঝিয়ে যানচলাচল সাভাবিক করতে গেলে শ্রমিকরা ইটপাটকেল ছুড়ে। পরে ১০ রাউন্ড টিয়াসেল ছুড়ে ৬ ঘন্টার চেষ্টায় দুপুর আড়াইটার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।