পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা কারিগড় পাড়া এলাকায় বুধবার(৪ অক্টোবর) সকালে সরকারী বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জ আওতাধীন চন্দ্রা বিটে সরকারী বনের প্রায় তিন বিঘা জমি জবর দখল মুক্ত করে গাছের চারা রোপন করেছে বন বিভাগ। যার মূল্য প্রায় তিন কোটি টাকা।
বন বিভাগের ঢাকা জোনের সহকারী বন সংরক্ষক রেজাউল আলমের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা ও উদ্ধারকৃত বনের জমিতে গাছের চারা রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রা বিটের বিট র্কমর্কতাসহ অন্যান্য ষ্টাফ বৃন্দ। এসময় সহকারী বন সংরক্ষক রেজাউল আলম বলেন বনের জমিতে কোন প্রকার অবৈধ স্থাপনা নতুন করে করতে দেয়া যাবেনা তাছারা পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের কোন বিকল্প নেই। সরকারী বনের জমি দখলমুক্ত কওে সবুজ বনায়নের এ র্কাযক্রম অব্যহত থাকবে ।