পুনম শাহরীয়ার ঋতু ,গাজীপুর প্রতিনিধি:
গাজপিুরের কালিয়াকৈর উপজেলায় সোমবার(২৫ সেপ্টেম্বর) দিন ব্যপি বিভিন্ন প্রকল্পের শুভ উদ্ধোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক এমপি। এসময় সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আকবর আলী ,উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ,পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়,সাধারন সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ সহ অন্যান্য নেতার্কমী বৃন্দ।
উদ্ধোধনকৃত প্রকল্প গুলো হলো মৌচাক বাজার থেকে তেলিরচালা রাস্তার সংস্করন ,ধোপাচালা থেকে ভান্নারা সড়কের পাকা করনের ভিক্তিপ্রস্তর ,নলুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সড়কের ভিত্তিপ্রস্তর,সহএকাদিক প্রকল্পের উদ্ধোধন করা হয় ।এসময় বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রী সহ নেতার্কমীরা।