পুনম শাহরীয়ার ঋতু,গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ডাইনকিনি ভাতারিয়া এলাকায় বুধবার (২০ সেপ্টেম্বর ) বিকালে শুভ হোসেনের টিনসেট বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি পুড়ে গেছে ১১ টি কক্ষের সকল মূল্যমান আসবাব পত্র। ক্ষতিগ্রস্থ পরিবারদের দাবি ক্ষয়ক্ষতির পরিমান প্রায় পাচঁ লক্ষ টাকা।
স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্র জানায় ঐদিন বিকালে সালেহা বেগম নামের ভাড়াটিয়ার কক্ষে প্রথম আগুন দেখতে পায় স্থানীয়রা পরে মূহর্তে আগুনের লেলিহান শিখা অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়ে। এসময় প্রায় রুমের ভাড়াটিয়া নিজ নিজ র্কমস্থলে থাকায় আগুন দ্রুত বিস্তার করে। পনে স্থানীয়রা ফায়ার সাভির্সে খবর দিলে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ইলেকট্রিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস র্কমর্কতা ইস্তেখার হোসেন রায়হান চৌধুরী জানান বিকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুই ইউনিটের ১ ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আসে তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারনা বৈদুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ।
ঘটনাস্থলঃ গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ডানকিনি ভাতারিয়া ।
৫। ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ অদ্য ২০/০৯/২৩ খ্রিঃ তারিখ সময় আনুমানিক ১৬.০০ ঘটিকায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন আটাবহ ইউনিয়ন এর ডানকিনি নামক স্থানে ভিকটিম মোঃ শুভ মিয়ার নিজ টিন সেট বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে কালিয়াকৈর উপজেলার ফায়ার সার্ভিস এর দুইটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে সকসার্কিট হতে আগুনের সূত্রপাত কোন ধরনের হতাহতর ঘটনা ঘটেনি। টিন সেট বাড়িটির এগারো টি রুমের আসবাবপত্র পুড়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা ।