পুনম শাহরীয়ার ঋতু জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পুর্বচান্দরা জালালগেইট এলাকায় শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে ব্যাটারী চালিত দুই অটোরিকসার মুখোমুখি সংর্ঘষে রওজা আক্তার রোজা নামের শিশু নিহত হয়েছে। নিহত শিশু হলেন গাইবান্দার পলাশবাড়ী উপজেলার পশ্চিম ফরিদপুর গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
সে মা-বাবার সাথে কালিয়াকৈরের মুন্সির টেক এলাকার ফরহাদ হোসেনের বাসায় থাকতো। তার বাবা মা দুজনেই স্থানীয় পোষাক কারখানায় চাকুরী করেন। স্থানীয়রা ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, নিহত রোজা তার মায়ের সাথে স্থানীয় রেললাইন বাজার থেকে ফিরছিলেন। মা আদুরী বেগমের হাত ধরে শিশু কন্যা রোজা সফিপুর-বড়ইবাড়ী সড়কের জালাল গেইট এলাকায় সড়কের পাশ দিয়ে হেটে আসার সময় মসজিদের সামনে আসলে বরইবাড়ি থেকে আসা একটি অটোরিকসা দাড়িয়ে থাকা আরেক অটোরিকসার সাথে ধাক্কা দিলে ঐ অটোরিকসাটি রোজা ও তার মায়ের উপর উঠে গেলে ঘটনাস্থলেই রোজার মাথায় লেগে মস্তক বিচ্ছিন্ন হয়ে মৃত্যু ঘটে। এ ঘটনায় আহত হয় রোজার মা ও দাড়িয়ে থাকা রিকসার চালক। পরে স্থানীয়রা আহত রোজার মা ও চালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
তবে ঘাতক ঐ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দুই অটোরিকসাকে আটক করেছে। এ ঘটনায় নিহত রোজার মায়ের ডান হতের ও পায়ের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। কালিয়াকৈর পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল ঘটনার সত্যত নিশ্চিত করে জানান দুটি রিকসা আটক করা হয়েছে ।আর নিহতের লাশ তার স্বজনরা গ্রামের বাড়ি গাইবান্ধা নিয়ে গেছেন ।