পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার আপন ভিলা নামের ছয়তলা ভবনের তিন তলা থেকে ৩ হাজার পিছ ইয়াবাসহ ২ জনকে আটক করেছে মৌচাক ফাড়ী পুলিশ। আটককৃত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের সদও উপজেলার ব্রাক্ষন বয়রা গ্রামের হাবিবুর রহমানের ছেলে মানিক হোসেন ও একই এলাকার আলিফ হোসেনের স্ত্রী সোমাইয়া রহমান।
পুলিশ সূত্র জানায় মঙ্গলবার(২২ আগষ্ট) দুপুরে উপজেলার সফিপুর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন করতে অভিযান চালায় ভ্রাম্মমান আদালত ও তিতাস গ্যাস কতৃপক্ষ। এসময় পুলিশ রেড পরেছে মনে করে আপন ভিলা নামের ছয়তলা ভবনের তিন তালা থেকে মাদক ব্যবসায়ীরা ইয়াবার প্যাকেট জানালা দিয়ে ফেলার সময় তা এক গ্যাস কতৃপক্ষের শরীওে পরলে । এ গুলো ইয়াবা ট্যাবলেট চিনতে পেরে মৌচাক ফাঁড়ি পুলিশকে খবর দিলে। পরে পুলিশ ঐ বিল্ডিং এর তিন তলায় অভিযান চালিয়ে ৩০০০ পিছ ইয়াবাসহ দুইজনকে আটক করে মৌচাক ফাঁড়িতে নেয়া হয় । ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌচাক ফাঁড়ি ইনর্চাজ শহিদুল ইসলাম পিপিএম বলেন ৩০০০ পিছ ইয়াবাসহ দুইজন কে আটক করা হয়েছে ।আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদীন ।