পুনম শাহরীয়ার ঋতু,জেলা প্রতিনিধি গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তিতাস গ্যাস কতৃপক্ষ ও ভ্রাম্মান আদালত অভিযান চালিয়ে প্রায় ২৫০টি অবৈধ গ্যাসের ডাবল চুলা ব্যবহারের দায়ে ৬ জন গ্রহককে ৭০.০০০টাকা জরিমানা করেছে ভ্রাম্মমান আদালত। এসময় জব্দ করা হয় ১৫ টি রাইজার।
মঙ্গলবার(২২ আগষ্ট) সকালে কালিয়াকৈর উপজেলা সহকারী ভুমি র্কমর্কতা অনিন্দ্য গুহ এর নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ অভিযানে এসময় উপস্থিত ছিলেন গাজীপুর তিতাস গ্যাসের মিটারিং ভিজিল্যান্স শাখার র্কমর্কতা মোঃ শুখলেছুর রহমান,প্রকৌশলী র্কমর্কতা রায়হান কবির সহ তিতাস গ্যাসের চন্দ্রা জোনাল অফিসের র্কমর্কতা র্কমচারী ও আইন প্রশাসনের লোকজন। এসময় অতিরিক্ত অবৈধ চুলা ব্যবহার করার কারনে তিতাস গ্যাস ব্যবহারকারী ৬ গ্রাহক হাবিবুল্লা কে- ৩০০০,মজিদ মিয়াকে -৬০০০,হাসান উদ্দিনকে- ২০.০০০,সেলিনা বেগমকে-৩০.০০০,ও শাহলম মিয়া ও মেহেদি হাসানকে ৬০০০ টাকা সহ মোট ৭০.০০০টাকা আর্থিক জরিমানা করে ভ্রাম্মমান আদালত ।