পুনম শাহরীয়ার ঋতু, জেলা প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা এলাকার মুক্তিযুদ্ধা নুরুল ইসলামের বাড়ির পরিত্যক্ত ঘরের মেঝে খুড়ে বুধবার (১৪জুন) সকালে একটি হ্যান্ড গ্রেনেট উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা ও পুলিশ সূত্র জানায়, মুক্তিযুদ্ধের সময় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জেঞ্জিচালা গ্রামের ঐ বাড়িতেই পরিবারের সাথে বসবাস করতেন মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম পরে তার পিতা রহিজ উদ্দিনের মৃত্যুর পর কয়েক বছর আগে অন্যান্য ভাইয়েরা আলাদা বাড়ি করেন। সেই সুবাধে ঐ বাড়িতে নুরুল ইসলামের মা জামেলা বেগম বসবাস করে আসছেন। প্রায় ৫৪ বছর ধরে বাড়িতে ঐ কক্ষটি পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিলো।
হটাৎ মেরামতের প্রয়োজন পরলে ঘরটি পুনরায় ভেঙ্গে নতুন করে তৈরি করতে চাইলে বুধবার সকালে মাটিকাটা লোক দিয়ে ঘরের মেঝের মাটি অন্যত্র সরিয়ে নেয়ার সময় মেঝের দুই ফিট নিচে মাটির হাড়িতে পলিথিন পেচানো একটি হ্যান্ড গ্রেনেট দেখতে পায় কাজের লোকেরা। পরে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দিলে খবর পেয়ে মৌচাক ফাড়ি ইনর্চাজ শহিদুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে একটি পুলিশের টিম ঘটনাস্থলে পৌছে হ্যান্ড গ্রেনেটটি উদ্ধার করে।
নিষ্ক্রীয় করার জন্য লাল ফিতা টাঙ্গিয়ে ঘটনার স্থান পুলিশের আয়ত্বে নেয়। হ্যান্ড গ্রেনেটটি পরীক্ষা নিরিক্ষা করতে ইতি মধ্যে বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছে পুলিশ। তবে পুলিশের ধারণা গ্রেনেটটির বয়স আনুমানিক ৫০ বছরের উর্ধ্বে।
এ ঘটনায় মৌচাক ফাড়িঁ ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে গ্রেনেটটি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থল লাল ফিতা দিয়ে আয়ত্বে নেয়া হয়েছে। তবে যেহেতু এটি একটি মুক্তিযোদ্ধার বাড়ি। হতে পারে মুক্তিযুদ্ধের সময় গ্রেনেডটি মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছিলো। গ্রেনেডটি পরীক্ষা নিরিক্ষা করতে বোম ডিসপোজাল স্পেসালিষ্ট টিমকে খবর দেয়া হয়েছে।