“ঈদ আনুক সম্প্রীতি,আনন্দের বার্তা” এ শ্লোগানকে সামনে রেখে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সোমবার (১৭ এপ্রিল ) সকালে “আকবর আলী ফাউন্ডেশন” এর উদ্যোগে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত চতুর্থ শ্রেণীর প্রায় শতাধীক কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব মো: হাবিবুর রহমান, অত্র কলেজের ভাইস প্রিন্সিপাল মো: রেজাউর করিমসহ আরো অনেকে।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক আমাদের সবার মাঝে, ভেদাভেদ ভুলে আমরাই পারি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত গড়তে। অত্যন্ত ক্ষুদ্র পরিসরে আমি এটি শুরু করেছি, আমার বিশ্বাস আমাদের এ প্রতিষ্ঠানকে দেখে একটা সময় অন্যরা ও অনুপ্রানিত হবে।আমরা সবাই মিলে তৈরী করব বিভেদ হীন একটা সমাজ।
পরবর্তীতে তিনি নিজ হাতে সকলের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।উক্ত অনুষ্ঠানে আরও অনেক গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন তার এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ।
ঈদ উপহার সামগ্রী পেয়ে মালেক মেমোরিয়াল র্গালস স্কুলের র্কমচারী মোশারফ হোসেন বলেন আমরা অতি সাধারণ মানুষ আমাদের প্রতি বছর আকবর আলী ফাউন্ডেশন থেকে হাবিব স্যার ঈদ সামগ্রী দিয়ে থাকেন ।আমাদের এ সামান্য বেতনে ঈদ আসলে হিমসিম খেতে হয় । এই ঈদ উপহার পেয়ে ঈদ উদযাপনে অনেকটাই উপকার হবে ।