গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রবিবার রাতে যায় আকৃতির (১৯) নামের গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ হলেন, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার মিন্টু শেখের মেয়ে।
নিহত মিম স্বামী সাগর ও শশুর শাশুড়ীসহ মৌচাক ফরেস্ট অফিস এলাকায় বসবাস করতেন।
মৌচাক পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক এস আই সফিক জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই নিহত মিম ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে পরে মৌচাক ফাঁড়ী পুলিশ নিহতের লাশটি উদ্ধার করেন। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।