
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়নের বড়ইছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও স্কলের নতুন ভবনের ভিক্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মুন্ত্রী এ্যাড: আকম মোজাম্মেল হক এমপি।
শনিবার সকালে অত্র স্কুলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও আটাবহ ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ইব্রাহীম খালিদের সঞ্চালনায় বড়ইছুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ্যাড: মোজাম্মেল হক এমপি, বিশেষ অথিতির বক্তব্য রাখেন, উপজেলা র্নিবাহী র্কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আ’লীগের সভাপতি মুরাদ কবির উপজেলা শিক্ষা র্কমর্কতা রমিতা ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আ’লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়সহ আরো অনেকে।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা বিপ্লব পাল। উপজেলা সহকারী শিক্ষা র্কমর্কতা উম্মে কুলসুম ফেরদৌসি, রফিকুল ইসরাম তুষার, ফালাক মৃধা, মহিলা মেম্বার আমেনা বেগম, রুপালী রুপাসহ স্কুলের শিক্ষক শিক্ষিকা, সকল শিক্ষার্থীরা সহ অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীরা