প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড: আকম মোজাম্মেল হক এমপি তত্বাবধানে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতিতে হত দরিদ্র মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ই জুলাই)সকালে পৌরসভার চন্দ্রা পল্লীবিদুৎ পৌরসভা সার্কেল অফিস -২ হতদরিদ্র ১১১০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর দেয়া হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণের উদ্বোধন করেন কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র শামসুল আলম সরকার, সোহেল সরকার প্রমুখ।
করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসময় ১১১০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত এক ব্যক্তবে কাউন্সিল শামসুল আলম সরকার জানান প্রধানমন্ত্রীর নির্দেশে হতদরিদ্রের মাঝে সারাদিন ব্যপি ত্রান বিতরণ করা হয়েছে। এসময় তিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন করোনা পরিস্থিতিতে দেশের এমন অবস্থায় নিম্ন আয়ের মানুষের মাঝে এই ত্রান বিতরণ করে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই উদারতার প্রমান করেছেন। কিছুটা হলেও হতদরিদ্র পরিবারের কিছুটা হলেও কষ্ট লাগব হবে।