গলাচিপাপটুয়াখালীসারাদেশ

আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন গলাচিপা উপজেলা প্রশাসন

মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের সকল জেলা, উপজেলার ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প কার্যক্রম শুরু করেছিল তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া বন্দরে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার এবং তার সাথে ছিলো সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম।
আজ (১৭ জুন) শনিবার বেলা ১১ ঘটিকায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে তিনি সকল কাজের তদারকি করেন এবং দ্রুত ও মানসম্পন্ন কজের দিকনির্দেশনা দেন। এসময় স্থানীয় সাংবাদিকদের উপজেলা নির্বাহী অফিসার আশীষ কুমার জানান অধিকাংশ ঘরের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে সুবিধাভুগী যারা তারা ঘরে উঠেছে তাছাড়া অল্প কিছু ঘরের কাজ শেষ পর্যায়ে সেগুলো কোথাও কোন ত্রুটি বিচ্যুতি আছে কিনা তদারকি করা হয়েছে চলমান কাজে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। এছাড়াও তার মধ্যে রয়েছেন সহকারী কমিশনার ভূমি, এলকার গন্যমান্য ব্যক্তিবর্গ তারাও সবসময় কাজের তদারকি করেন।
উল্লেখ, ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা ও অর্থ আত্মসাৎকারীদের ব্যাপারে ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোচ্ছে সরকার। মোট ২২ জেলার ৩৬ উপজেলায় ঘর নির্মাণে নানা অনিয়মের অভিযোগ পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।এসব অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করাই হবে মুজিব বর্ষের লক্ষ্য, যাতে দেশের প্রত্যেক মানুষ উন্নত জীবন যাপন করতে পারেন। দেশের ভূমিহীন ও গৃহহীন মানুষকে ঘর দিতে পারার চেয়ে বড় কোনো উৎসব আর কিছুই হতে পারে না। এই কার্যক্রমে কোন রকম দূর্নীতি মেনে নেয়া হবে না।


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker