কিশোরগঞ্জের হোসেনপুরে পানিতে পড়ে দুই বছর বয়সের মোঃ জাবেদ মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) বিকেল পাঁচটার দিকে হোসেনপুর পৌরসভার ঢেকিয়া কুঁড়িঘাট এলাকায় এই ঘটনা ঘটে। শিশু জাবেদ ওই এলাকার সৈয়দ হোসেনের বাড়ির মো: বাদল মিয়ার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকালের দিকে বাড়ির পাশের পরিত্যক্ত ডোবার পাশে খেলছিলো জাবেদ মিয়া। সবার অগোচরে সে ডোবার পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। বাড়ির লোকজন কোথাও দেখতে না পেয়ে তাকে খুঁজাখুঁজি করতে শুরু করে। হঠাৎ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু জাবেদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প: প: কর্মকর্তা ডা: তানভির হাসান জিকু জানান, বুধবার বিকেলে শিশুটি কে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই সে মারা যায়।